জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা মানে অশান্তি ডেকে আনা

:
: ৭ years ago

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘের প্রস্তাব ছাড়া কেউ তা মেনে নেবে না। এটা করা মানে বিশ্বে অশান্তি ডেকে আনা।

সদ্য সমাপ্ত কম্বোডিয়া সফর নিয়ে বৃহস্পতিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখে হাসিনা এ কথা বলেন। এ বিষয়ে বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা।

সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। এ তালিকায় আছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে,  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ইউরোপীয়ান ইউনিয়নের প্রধান কূটনীতিক ফেদেরিকা মোঘেরিনিসহ অনেকে।