জেনিনের রাস্তায় রাস্তায় কান্না

:
: ১ বছর আগে

অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১২ জনের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার নিহতদের জানাজায় যোগ দিয়েছিল হাজার হাজার মানুষ। জেনিনের সড়কগুলোতে লাশ নিয়ে প্রদক্ষিণের সময় কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে শত শত নারী ও শিশুকে।

সোমবার রাতে জেনিনের শরণার্থী শিবিরে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। হামলায় জেনিনের অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

 

স্থানীয় সময় বুধবার সকালে শরণার্থী শিবিরের বাইরে অবস্থিত হাসপাতালের বাইরে জড়ো হতে শুরু করে ফিলিস্তিনিরা। সেখান থেকে ১২ ফিলিস্তিনির লাশ নিয়ে যাওয়া হয় মসজিদে। এসময় জেনিনের সড়কগুলোতে তিল ধারণেরও স্থান ছিল না। রাস্তায় বিভিন্ন স্থানে জড়ো হওয়া নারীদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

জেনিনের মেয়র নিদাল ওবেইদি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তার শহরকে রক্ষায় ব্যর্থ হয়েছে জাতিসংঘ। ইসরায়েলের আগ্রাসনের মুখে কোনো ধরনের সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।