অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং পঞ্চম শ্রেণির প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) উভয় পরীক্ষার ফলাফলেই পাসের হারে এগিয়ে আছে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা। মোট আট বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষস্থান দখল করেছে বরিশালের শিশু শিক্ষার্থীরা।
সূত্র মতে, জেএসসি পরীক্ষায় পাসের হারে বরিশাল এগিয়ে আছে। অার জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।
শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। আট সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন।
আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। এই বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ। গত বছরের শীর্ষে থাকা রাজশাহী বোর্ড এবার রয়েছে দ্বিতীয় অবস্থানে, এ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ।
অপরদিকে গত বছরের মতো এবার পাসের হারে সবার নিচে অবস্থান করছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া ঢাকায় পাসের হার ৮১ দশমিক ৬৬, চট্টগ্রামে ৮১ দশমিক ১৭, যশোরে ৮৩ দশমিক ৪২, সিলেটে ৮৯ দশমিক ৪১ ও দিনাজপুরে ৮৮ দশমিক ৩৮ শতাংশ।
ঢাকা বোর্ডে এবার গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৫০২ জন কমেছে। ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৭৬ হাজার ৮৪৮ জন। গত বছর ঢাকা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছিল ৮৬ হাজার ৩৫০ জন শিক্ষার্থী।
গত কয়েক বছরের মতো জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে ৭ হাজার ৬২১ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া রাজশাহী বোর্ডে ৩৭ হাজার ৬৩৩, কুমিল্লা বোর্ডে ৮ হাজার ৮৭৫, যশোর বোর্ডে ১৪ হাজার ৬১২, চট্টগ্রাম বোর্ডে ১০ হাজার ৩১৫, বরিশাল বোর্ডে ৮ হাজার ৪৩১ ও দিনাজপুর বোর্ডে ২০ হাজার ৬২ জন জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল শনিবার সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেওয়া হয়।
ফলাফলে দেখা যায়, প্রাথমিকে এবার ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর এতে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ীতে পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে পাসের হার এ বছর কমেছে।
এদিকে পাসের হার বিবেচনায় ৭ বিভাগের মধ্যে বরিশাল বিভাগ সেরা। আর সর্বনিম্ন পাসের হার সিলেট বিভাগে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৭ টি বিভাগের হিসেবে পরীক্ষা নেয় এবং ফলাফলের সার সংক্ষেপ তৈরি করে।
অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত ফলাফলের সার সংক্ষেপে দেখা যায়, বরিশাল বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাশং। সিলেটে ৯১ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে ৬৪ জেলার মধ্যে গোপালগঞ্জ প্রথম। এ জেলার পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। ঝালকাঠি জেলার পাসের হার সর্বনিম্ন। এখানে পাসের হার ৮৭ দশমিক ৮৮ শতাংশ।
অন্যদিকে ৫০৮ উপজেলা/থানার মধ্যে ৩টি উপজেলায় শতভাগ পাস করেছে। যশোর জেলার কেশবপুর উপজেলার পাসের হার সর্বনিম্ন। এ এখানে পাসের হার ৭১ দশমিক ২০ শতাংশ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com