চলতি বছরের পরীক্ষাসহ ২০২০ সাল পর্যন্ত জেএসসি পরীক্ষার পরিবর্তিত মান বণ্টন, পাঠ্যক্রম ও নমুনা প্রশ্ন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আজ মঙ্গলবার এনসিটিবির ওয়েবসাইটে বিষয়ওয়ারি তা দেওয়া হয়েছে।
গত ৩১ মে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বিষয় এবং নম্বর কমানোর সিদ্ধান্ত নেয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন জেএসসিতে মোট ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা হবে। এত দিন চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে মোট ৮৫০ নম্বরের পরীক্ষা হতো।
আর জেডিসি পরীক্ষায় ২০০ নম্বর কমিয়ে ৯৫০ নম্বর করা হয়েছে। এত দিন বোর্ডের অধীনে ১ হাজার ১৫০ নম্বরের এই পরীক্ষা হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুই পরীক্ষাতেই চতুর্থ বিষয় এখন শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে। আর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলে ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে। ইংরেজিতেও দুই পত্র মিলে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এত দিন দুই পত্রের জন্য আলাদা করে দুটি পরীক্ষা হতো। দুই পত্রের মোট নম্বর ছিল ১৫০। সেই সিদ্ধান্তের আলোকে পাঠ্যক্রম, নম্বর বণ্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com