জেএসসিতে এবারও দেশ সেরা বরিশাল বোর্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে পাসের হারে গত বছরের মতো এবারও সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

সোমবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আটটি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

৯৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। গত বছরের মতো এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে অবস্থান করা কুমিল্লা বোর্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ।

এবার ৭৯ দশমিক ৮২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। এ ছাড়া ঢাকায় পাসের হার ৮৩ দশমিক ১৯, চট্টগ্রামে ৮১ দশমিক ৫২, যশোরে ৮৪ দশমিক ৬১, ও দিনাজপুরে ৮১ দশমিক ৬৩ শতাংশ। ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৩৪ জন।

পাসের হারের মতো এবার জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে এবার এক হাজার ৬৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরও সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ড।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১৪ হাজার ৬৩৮, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৭৪২, যশোর বোর্ডে ৭ হাজার ২৫৬, চট্টগ্রাম বোর্ডে ৫ হাজার ২৩১, বরিশাল বোর্ডে ৪ হাজার ৯০৬ ও দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৩০৩ জন জিপিএ-৫ পেয়েছে।