জুটি বাঁধলেন শুভ ও রিমি করিম

লেখক:
প্রকাশ: ৬ years ago

ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ সম্প্রতি জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেত্রী রিমি করিমের সঙ্গে। শিগগিরই একসঙ্গে হাজির হবেন তারা। তবে কোনো সিনেমার পর্দায় নয়, টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাদের। মাঝেমধ্যেই বিজ্ঞাপনের মডেল হতে দেখা যায় শুভকে। এবার রিমিকে সঙ্গে নিয়ে কেওয়াইয়ের রঙিন টিনের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন তিনি।

জানা গেছে, গত ২৯ ও ৩০ মে গাজীপুরে এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। ফাহাদ খানের নির্দেশনায় নির্মিত এই বিজ্ঞাপনটি ঈদের আগেই প্রচার শুরু হবে বিভিন্ন চ্যানেলে।

শুভর বিপরীতে মডেল হওয়া প্রসঙ্গে রিমি করিম বলেন, ‘আরিফিন শুভ আমার প্রিয় তারকা। তার সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের অন্যতম আনন্দের একটি মুহূর্ত।’

শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে রিমি করিম বলেন, ‘আরিফিন শুভ খুবই আন্তরিক এবং ভালো মানুষ। কাজের সময় তিনি ভীষণ সহযোগিতা করেছেন। প্রিয় তারকার সঙ্গে কাজ করার আলাদা একটা আনন্দ তো আছেই।’

রিমি করিম এখন ঈদের টিভি নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে আরিফিন শুভ ব্যস্ত আছেন চলচ্চিত্রে অভিনয় নিয়ে। সময়ের দুই ব্যস্ত তারকা এবার একসঙ্গে হাজির হচ্ছেন।’

উল্লেখ্য, ময়মনসিংহের আরিফিন শুভর শুরুটা হয়েছিল মডেলিং দিয়েই ২০০৫ সালে, পরে নাটকে অভিনয় করেছেন। বর্তমানে চলচ্চিত্রের স্বনামধন্য নায়ক তিনি। আর ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফ পাড়ার মেয়ে রিমি করিমের অভিনয়ে যাত্রা শুরু ২০১৪ সালে অঞ্জন আইচের নির্দেশনায় ‘রূপকথার মা’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। প্রথম নাটকেই তিনি এ দেশের জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে কাজ করার সুযোগ পান। পরে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ‘মিনু’ নাটকে নাম-ভূমিকায় অভিনয় করেও প্রশংসিত হন তিনি। পরে বেশকিছু বিজ্ঞাপনেও পাওয়া গেছে তাকে।