জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ঐক্যমত

:
: ৭ মাস আগে

প্রায় ২০০ দেশের প্রতিনিধি বুধবার কপ-২৮ জলবায়ু শীর্ষ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক ব্যবহার কমানোর ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন। এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন তারা।

 

এর মাধ্যেমে বিশ্বে তেল যুগের চূড়ান্ত সমাপ্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

এবারই কপ সম্মেলনে প্রথমবারের মতো তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য দেশগুলোর প্রতি আহবান জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে এবার দুবাইতে দুই সপ্তাহ রীতিমতো হাড্ডাহাড্ডি আলোচনা হয়েছে। এবারের সম্মেলনের উদ্দেশ্য ছিল বিনিয়োগকারী এবং নীতি-নির্ধারকদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠানো যেখানে বিশ্ব জীবাশ্ম জ্বালানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া। জলবায়ু বিপর্যয় বন্ধে এটিই শেষ আশা ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

নতুন চুক্তিতে অবশ্য অনেক দেশের দাবি অনুযায়ী একবারেই বাতিল না করে ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানিস থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। সম্মেলনে সবাই মেনে নিয়েছে যে, ভবিষ্যতে গ্যাসের নিঃসরণ আরও বাড়বে। অবশ্য উন্নত কিংবা অনুন্নত দেশ ভেদে এর মাত্রায় পার্থক্য থাকবে।