জীবন যুদ্ধের শ্রেষ্ট যোদ্ধা
“মা”
–কবিঃ রুবেল মাহমুদ।।
—————–
জয় হবে নাকি পরাজয়
সেতো পরোয়া করেনা,
জীবন যুদ্ধের শ্রেষ্ঠ যোদ্ধা
সে আমার প্রিয় মা।।
আশা মরে যায় ভাষাও হারায়
তবু যুদ্ধ রুখেনা,
যে নিঃস্বার্থ ভালোবাসা দেয়
সে আমার প্রিয় মা।।
কিছু নাই তবু সব আছে যার
শিশুর চাওয়ার কাছে,
মা ছাড়া আর এমন দরদ
কার কাছে ভাই আছে?
মা-ই মন্দির মা-ই মসজিদ
মা-ই আমার কাবা,
কেউ হবে না এত নিঃস্বার্থ
হোক না সে ছেলে কিংবা বাবা।।
—————————