জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম। মঙ্গলবার (২০ মার্চ) সকালে তিনি এই জিডি করেন।
ওসি জানান, মঙ্গলবার সকাল ১০টা ১১ মিনিটের সময় তার ০১৭১৩-৩৩৭৪৩১৯ সরকারী নম্বরে ০১৭৫২-১৮৩৬১৬ মোবাইল নম্বর থেকে শাহিন নামের এক ব্যক্তি ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেন। এবং তাকে চাকরিচ্যুতসহ মামালায় জড়িয়ে হয়রানির হুমকি দেন। এছাড়া ও শাহিন বিভিন্ন বিষয় তার কাছে জবাবদিহীতা করেন। প্রায় দুই মিনিটি কথোপকথনের পর তিনি সংযোগ কেটে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে- শাহিনের বাড়ি মদনপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দিন মৃধা। তিনি এলাকায় কুত্তা শাহিন নামে পরিচিত। এলাকার মানুষ তার অত্যাচারে ওষ্ঠাগত। স্বার্থ ব্যহত হলেই তিনি মিথ্যা মামলায় জড়িয়ে মানুষকে হয়রানি করেন। স্বার্থ ব্যহত হওয়ায় শাহিন তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধেও মামলা করেছিলেন।
শাহিন বিএনপিপন্থী পেশাজীবি সংগঠন ড্যাবের বরিশালের শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. সিহাব উদ্দিন ভাগ্নে। এলাকায় তারা বিএনপির সমর্থক হিসাবে পরিচিত।
বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, স¤প্রতি খুনের চেষ্টা, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ৪টি মামলায় শাহিনের বিরুদ্ধে আদালতে চার্জশির্ট দাখিল করা হয়। এতে তিনি আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন। যে কারণে আমাকে হয়রানির উদ্দেশে তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে মিথ্যা অভিযোগ করতে থাকেন।
একপর্যায়ে মঙ্গলবার সকালে শাহিন মোবাইল ফোনে আমাকে প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে আমি থানায় একটি জিডি করে রেখেছি। এবং বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছি।”