,জিরো টলারেন্স নীতিতে অটল থেকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্ট আত্মা দমন করবে বিএমপি-পুলিশ কমিশনার

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল কোতয়ালী মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমপি পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। এসময় তিনি বলেন, “যাঁরা অপরাধ থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি ভালো হতে চায়, তাঁরা আসলেই ভালো মানুষ, আমরা জনগণ সাথে নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে সুযোগ দিতে চাই।

পুলিশ কমিশনার বিএমপি  উদ্দীপনামূলক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে অনেক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করার মাধ্যমে মাদক ব্যবসা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ  মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি  মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) বিএমপি  মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার ডিবি বিএমপি নরেশ কর্মকার, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ নুরুল ইসলাম পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।