সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রায়াত জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর সবুজবাগের বাসায় ইন্তেকাল করেন তিনি।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বাদজুমা বায়তুল মোকাররম মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, আহমেদ কামাল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে চিরকুমার আহমেদ কামাল পর্যটন কর্পোরেশনের সাবেক মহাব্যবস্থাপক ছিলেন। রাজধানীর সবুজবাগ এলাকায় একটি বাসায় একাকী জীবনযাপন করতেন। এস ইসলাম ডন নামে দুঃসম্পর্কের একজন আত্মীয় তার খোঁজ-খবর রাখতেন।
২০১৫ সালের নভেম্বরে জিয়াউর রহমানসহ পরিবারের মৃত সদস্যদের জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি মিলাদ মাহফিলের আয়োজন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি রাজনীতিতে আসছেন।
সাম্প্রতিক বছরগুলোতে কয়েকবার তিনি সক্রিয় রাজনীতিতে আসার কথা ইঙ্গিত দেন। তবে শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে আসেননি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com