দারিদ্র পরিবারের সন্তান মানারাত খাতুন সদ্যঘোষিত এসএসসি পরীক্ষায় ফলাফলে জিপিএ-৫ পেলেও অর্থাভাবে তার উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন অনিশ্চিত হয়ে পরেছে। ভাল কোন কলেজে ভর্তি হওয়াতো দূরের কথা মেধাবী ছাত্রী মানারাত খাতুনের ডাক্তার হওয়ার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিনত হয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মৃত মোঃ আজহার বেপারীর একমাত্র কন্যা মানারাত খাতুন। চলতি এসএসসি পরীক্ষায় সেরাল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় থেকে মানারাত খাতুন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। বর্তমানে অর্থাভাবে ভাল কোন কলেজে ভর্তি হওয়া তার অনিশ্চিত হয়ে পরেছে।
মেধাবী মানারাত খাতুন জানায়- তার পিতা দীর্ঘদিন পূর্বে ট্রেনে কাটা পরে মৃত্যুবরন করেছেন। সেই থেকে তাদের সংসারে অভাব অনটন দেখা দেয়। পরবর্তীতে প্রতিবেশী শিশু শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে তিনি নিজের পড়াশুনার খরচ জুগিয়েছেন। তার স্বপ্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হবার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com