নেইমারের দৃষ্টিকে বার্নাব্যুর দিকে ফিরিয়ে আনতে কথার যুদ্ধ ইতোমধ্যে শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেয়ার পর পরই গুঞ্জন শুরু হয়, রিয়াল মাদ্রিদে যেতেই ফ্রান্সে গিয়েছেন নেইমার। এরই মধ্যে দুয়ে দুয়ে চার মিলানোর মতো করেই নেইমারের সঙ্গে পিএসজিতে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এরই মধ্যে শুরু হয়েছে, পিএসজি ছেড়ে দ্রুতই নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেই আপাতত এই হাইপ তুলে দেয়া হয়েছে। আর কয়েকদিন পরই চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ডে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে নেইমারের পিএসজির। ওই ম্যাচের আগেই রিয়াল কোচ জিনেদিন জিদান উচ্ছ্বসিত প্রশংসায় ভাসালেন নেইমারকে। জানিয়ে দিলেন, নেইমারের যে পরিসংখ্যান তা রীতিমতো বিস্ময়কর।
কোপা ডেল রের ম্যাচে লিগানেসের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিদান এমন কথা বললেন। নিজের দলের জন্য নেইমার কতটা গুরুত্বপূর্ণ এ কথা জানিয়ে জিদান বলেন, ‘তার পারফরম্যান্স বিচার করলেই বোঝা যায়, সে তার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
নেইমারের পারফরম্যান্সই নয় শুধু তার পরিসংখ্যানের কথা উল্লেখ করে জিদান বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘তার পরিসংখ্যানতো রীতিমতো বিস্ময়কর। যদিও আমাকে আমার দলের দিকেই নজর দিতে হবে, আমার স্কোয়াড এবং খেলোয়াড়দের দিকেই নজর দিতে হবে।’
আগের ম্যাচে দেপোর্তিভোকে ৭-১ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে রিয়াল তারকা রোনালদো মারাত্মক আহত হন। এ কারণে কোপা ডেল রের এই ম্যাচে লেগানেসের বিপক্ষে রোনালদোকে বিশ্রাম দিয়েছেন জিদান।
নিজ দলের তারকার পক্ষ নিয়ে জিদান বলেন, ‘আমরা যদি রোনালদোর পুরো ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে অবাক হতে হয়। বেশি কিছু নয়, চ্যাম্পিয়ন্স লিগের শেষ তিন ম্যাচেই তো ৮ গোল করেছেন তিনি। এটাই তো অনেক কিছু।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com