জায়েদ খানের ভাগ্য এখন সোহানুর রহমান সোহানের হাতে

:
: ২ years ago

শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। ভোটাভুটি হয়েছে ৫ দিন হয়ে গেল। তবুও থামছে না নির্বাচনে অনিয়ম নিয়ে আলোচনা ও বিতর্ক।

এবার স্থগিত হলো সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর প্রার্থিতা।

নিপূণের অভিযোগ ছিল বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাচন কমিশনার; সবাই কাজ করেছেন জায়েদ খানের পক্ষে। আর তাই ফলাফল গিয়েছে তার বিপক্ষে।

পাশাপাশি সাধারণ সম্পাদক পদে জয়ী হতে জায়েদ খান নোট দিয়ে ভোট কিনেছেন বলেও দাবি করেছেন নিপুণ৷ নির্বাচনের দিন থেকেই এ অভিযোগ করে আসছেন তিনি৷ ফল প্রকাশের পর ১৩ ভোটে হেরে যাওয়া অভিনেত্রী জায়েদ ও তার প্যানেলের হয়ে কার্যকরী সদস্যপদে জয়ী চুন্নু ভোটারদের টাকা দিয়েছেন বলে একটি ভাইরাল ভিডিও জনসম্মুখে নিয়ে আসেন।

এ দুই জনের প্রার্থিতা বাতিল চেয়ে আপীল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ জানান নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের দিক নির্দেশনা চেয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর দেয়া এক চিঠিতে এই দিক নির্দেশনা চান সােহান। সেই চিঠি আমলে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আপীল বোর্ডের চেয়ারম্যানকে ক্ষমতা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর কর্তৃপক্ষ।

ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধক কর্তৃপক্ষ মো. রকনুল হক স্বাক্ষরিত নির্দেশনায় আপীল বোর্ডের চেয়ারম্যানকে বলা হয়েছে, ‘সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব জায়েদ খান এবং কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী জনাব চুন্নু এর প্রার্থিতার ফলাফল ব্যতীত অন্যান্য পদ এর ফলাফল অক্ষুন্ন রেখে উক্ত দুজনের বিষয়ে দিক নিদের্শনা প্রদানের জন্য মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী বরাবরে আপনাকর্তৃক প্রেরিত পত্রটি সংযুক্ত কাগজপত্রসহ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফরের মাধ্যমে নিবন্ধন কর্তৃপক্ষ হিসেবে অদ্য নিম্নস্বাক্ষরকারীর হস্তগত হয়েছে। প্রাপ্তপত্র বিবেচনায় বলা যায় নির্বাচন বিষয়ে নিবন্ধন কর্তৃপক্ষের আলাদা দিক নিদের্শনার কোন প্রয়ােজনীয়তা নাই।

যেহেতু ‘বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি’ (নিবন্ধন নম্বর-ঢ-০৪৮৬৬) আর্টিস্ট স্ট্যাডি রুম, বিএফডিসি, তেজগাঁও, ঢাকা ১২০৮ এর নির্বাচন নিবন্ধনকারী কর্তৃপক্ষের অনুমােদিত গঠনতন্ত্র এবং অনুমােদিত গঠনতন্ত্রের আলােকে গঠিত নির্বাচন কমিশনের অনুমােদিত ও জারীকৃত নিবাচনী আচরণ বিধি মতে পরিচালিত হয়েছে, সেহেতু অনুমােদিত আচরণ বিধিমতে উক্ত প্রার্থীদ্বয়ের বিষয়ে চূড়ান্ত নিদের্শনা প্রদানের জন্য নির্বাচনী আপীল বাের্ড চূড়ান্ত ক্ষমতাপ্রাপ্ত।

এমতাবস্থায়, বর্ণিত প্রার্থীদ্বয়ের বিষয়ে প্রাপ্ত অভিযােগগুলি আমলে নিয়ে নির্বাচনী আচরণ বিধিমতে ব্যবস্থা গ্রহণ করে নিবন্ধনকারী কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আপনাকে অনুরােধ করা হলো।’

এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানতে যোগাযোগ করা হলে আজ রাত ৭টা ৩৫ মিনিটে সোহানুর রহমান সোহানকে এফডিসিতেই পাওয়া যায় জায়েদ খানের সঙ্গে আলাপরত অবস্থায়। প্রায় ঘণ্টাখানেক আলোচনার পর পরিচালক সমিতির সামনে এলে গণমাধ্যমকর্মীদের দেখেই এড়িয়ে যান সোহান। এসময় তার শরীর ভালো নয় বলে দাবি করেন।

তবে জায়েদ ও চুন্নুর ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা এখন নির্ভর করছে ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত এই নির্মাতার হাতেই৷