জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮ সংগঠন

লেখক:
প্রকাশ: ৩ years ago

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করার ঘোষণা দিয়েছে।

বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

সোহানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা যায়, শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রের বাকি সংগঠনগুলোর সদস্যদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। সেদিন অনেক নামী পরিচালক-প্রযোজক ও অন্যান্য কলাকুশলী গেটের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যান। বিষয়টিকে চলচ্চিত্র ও এখানকার মানুষদের জন্য অপমান ও লজ্জাজনক বলে দাবি চলচ্চিত্র পরিবারের। তদন্ত ও নানা পর্যালোচনা করে চলচ্চিত্র পরিবার নিশ্চিত হয়েছে জায়েদ খানের জন্যই মূলত সবার প্রবেশ নির্বাচনের দিন নিষিদ্ধ করা হয়৷ তাই সম্মিলিতভাবে জরুরি বৈঠকে শনিবার (৫ মার্চ) জায়েদ খানকে চলচ্চিত্রের সার্বিক কাজে বয়কট করার ঘোষণা দেওয়া হলো।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘আমি কোনো কিছুই জানি না। লিখিত কিছু হাতে আসেনি। তাই এ ব্যাপারে কিছু বলবো না। যদি আনুষ্ঠানিক কিছু হাতে পাই সংবাদ সম্মেলন করে সবাইকে আমার বক্তব্য জানাবো।’