জাহিদ হাসান-চঞ্চল চৌধুরীর আর্জেন্টিনা-ব্রাজিল উন্মাদনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

চঞ্চল চৌধুরী ও জাহিদ হাসান দুই ভাই। তাদের একজন ব্রাজিল সমর্থক। অন্যজন আর্জেন্টিনার। ফুটবল বিশ্বকাপকে ঘিরে এমন দুই ভাইয়ের উন্মাদনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে সাত পর্বের বিশেষ নাটক ‘ফেয়ার প্লে’। লেখক ও নাট্যকার পলাশ মাহবুবের রচনায় এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, আমাদের দেশে নাটকের বাজেট কম থাকায় নির্মাতাকে বাধ্য হয়ে কম চরিত্রের নাটক নির্মাণ করতে হয়। এই নাটকটিতে এই সমস্যা ছিল না। অনেক দিন পর পারিবারিক আবহের একটা নাটকে অভিনয় করে ভালো লাগলো।

আর তিশা বলেন, এই নাটকে বাবা, মা, ভাই-বোন, বোনের স্বামী-বাচ্চাও চরিত্র হিসেবে রয়েছে। এ কারণে নাটকটি আমার ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

নাটকটির প্রশংসা করে চঞ্চল চৌধুরী বলেন, নাটকটিতে এক ধরণের পজিটিভ ভাইব রয়েছে, যেটা গুরুত্বপূর্ণ। এটি সবাইকে  আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।

‘ফেয়ার প্লে’তে আরও অভিনয় করেছেন- আবুল হায়াত, দিলারা জামান, রুনা খান, আব্দুল্লাহ রানা, শাহেদ আলী সুজন, সুজাত শিমুল প্রমুখ। নাটকটি ঈদের প্রথম সাতদিন বাংলাভিশনে প্রচার করা হবে।