জার্মানির বার্লিনে গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে জয় পেয়েছে ব্রাজিল। এই পরাজয়ে জোয়াকিম লো'র দল একটি বার্তা পেয়েছে বলে মনে করেন জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর টনি ক্রুস। তার মতে, বিশ্বকাপের আগে ব্রাজিল তাদের জেগে ওঠার বার্তা দিয়ে গেছে।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই জার্মান মিডফিল্ডার বলেন, 'আমরা ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধের শেষের দিকে অপেক্ষাকৃত ভাল খেলেছি। কিন্তু তখনই আমরা গোল খেয়েছি। এছাড়া বাকি সময়টা ব্রাজিল আমাদের বিপক্ষে দাপট ধরে রেখেই খেলেছে। আমাদের ব্রাজিলের বিপক্ষে আরো ভালো খেলা উচিত ছিল।'
সবাই জার্মানিকে বিশ্বকাপের অন্যতম ফেবারিট মনে করে উল্লেখ করে জার্মান মিডফিল্ডার বলেন, 'আমরা মাঠে দেখিয়েছে যে, সবাই আমাদের যত ভালো দল মনে করে আসলে আমরা ততটা ভালো না। আমরা খুব সহজ প্রতিপক্ষের মতো খেলেছি।'
মেসুত ওজিল এবং জার্মান দলের অন্যতম সেরা তারকা থমাস মুলার না থাকায় জার্মানি নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি বলে অভিমত অনেকের। এ বিষয়ে ক্রুস বলেন, 'আমাদের মাঠে পারফর্ম করার মতো ভালো কিছু খেলোয়াড় আছে। কিন্তু তারা তাদের খেলাটা দেখাতে পারেনি।'
আলোর বিপরীতে অন্ধকার থাকে। টনি ক্রুসের কণ্ঠেও সেই আভাস, 'মাঠে চোখে পড়ার মতো কিছু মূহুর্ত ছিল কিন্তু আমাদের দূভাগ্য খেলোয়াড়রা নজর কাড়ার থেকে নিজেদের ছায়া হয়েই বেশি ছিল। আমাদের খেলা থেকে প্রমাণ হয়েছে আমাদের এখনো অনেক উন্নতি করার আছে।' নিজের কথা উল্লেখ করে ক্রুস বলেন, 'আমার কথা ধরলে বলব, আমি নিজেই এর থেকে ভালো পারফর্ম করতে পারতাম।'
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com