 
                                            
                                                                                            
                                        
দৈনিক বাংলাবাজার পত্রিকার জামালপুর প্রতিনিধি ও জামালপুর পল্লীকন্ঠ প্রতিদিনের ষ্টাফ রির্পোটার সাংবাদিক শেলু আকন্দ(৫২)উপর সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে নির্মম ভাবে পিটিয়ে দু’পা পঙ্গু করে দিয়েছে।
সাংবাদিকের উপর হামলার মামলায় স্বাক্ষী হওয়ায় সাংবাদিক শেলু আকন্দের উপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায়। মুমুর্শবস্থায় আহত সাংবাদিক শেলু আকন্দকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় জামালপুর সদর থানা পুলিশ রাকিব হাসান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ১৮ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১০টায় শহরের দেওয়ানপাড়া এলাকায় পুরাতন এসডিওর বাংলো বর্তমানে সহকারি কমিশনার(ভুমি) অফিসের পিছনে।
মারাত্বক আহত সাংবাদিক শেলু আকন্দ জানান তার ডায়াবেটিস থাকায় তিনি প্রতিদিন সকাল ও রাতে ব্রহ্মপুত্র নদের পাড়ে শহর বাইপাস রোড দিয়ে হাটাহাটি করে থাকেন। প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে তার দেওয়ানপাড়ার বাসা থেকে বেড় হয়ে বাইপাস রোডে হেঁটে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছিলে সেখানে উৎপেতে থাকা পৌর কাউন্সিলর রুনু খানের ছেলে রাকিব খান, তুষার খান, স্বজন খান ও তুহিন খানসহ ৪/৫ জন তার উপর হামলা চালায়। তারা লোহার পাইপ দিয়ে তার দুই পায়ে নির্মমভাবে এলোপাথাড়ি পিটিয়ে পা দুটো পঙ্গু করে দেয়। এ সময় তার ডাকচিৎকারে এলাকাবাসিরা ছুটে এলে সন্ত্রাসীরা তাকে রাস্তায় ফেলে চলে যায়।
পরে এলাকাবাসির সহযোগিতায় তার স্বজন ও সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে রাতে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানিয়েছে, ইতিমধ্যে অভিযুক্ত রাকিব খানকে বুধবার মধ্যরাতে শহরের মুকুন্দবাড়ি এলাকায় তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। অতি দ্রুত সকল অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান।
এ ব্যাপারে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা জানিয়েছেন- সাংবাদিকের উপর হামলার মামলায় স্বাক্ষী হওয়ার ঘটনায় সাংবাদিক শেলু আকন্দের উপর এই হামলা। তাই সাংবাদিক শেলু আকন্দের উপর হামলার নির্দেশদাতা পৌর কাউন্সিলর রুনু খান ও হামলাকারী রকিবখানসহ হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন । অন্যথায় জামালপুরের সকল কর্মরত সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন।
উল্লেখ,যে গত ৬ মাস আগে পেশাগত দায়িত্ব পালন কালে দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর উপর হামলা করে বেধড়ক মারধর করেছিল কাউন্সিলর রুনু খান, তার ছেলে রাকিব খান ও তার সহযোগীরা। এ ঘটনায় জামালপুর থানায় মামলা দায়ে করা হয়েছিল। ওই মামলার ২নং স্বাক্ষী ছিল সাংবাদিক শেলু আকন্দ। সাংবাদিকের উপর হামলার মামলায় স্বাক্ষী হওয়ায় সাংবাদিক শেলু আকন্দ হামলার এই শিকার হয়েছেন।