জাবিতে ৯ হল প্রোভোস্টকে দায়িত্ব থেকে অব্যাহতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নয়টি আবাসিক হলের প্রোভোস্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, বেগম সুফিয়া কামাল হল, শেখ হাসিনা হল, ফজিলাতুন্নেসা হল, শহীদ রফিক-জব্বার হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, শহীদ সালাম-বরকত হল, জাহানারা ইমাম হল ও নওয়াব ফয়জুন্নেসা হলের বর্তমান দায়িত্বরত প্রভোস্ট যথাক্রমে অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক এস এম বদিয়ার রহমান, অধ্যপক ফরিদ আহমদ, অধ্যাপক মো. শাহেদুর রশিদ, অধ্যাপক এ এস এম আবু দায়েন, অধ্যাপক অসিত বরণ পাল, অধ্যাপক কবিরুল বাসার, সৈয়দ আবু তোয়াব শাকিব (ভারপ্রাপ্ত প্রভোস্টের পদ থেকে), অধ্যাপক ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হলে নতুন প্রোভেস্ট হিসেবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহা. মুজিবুর রহমান (বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল), ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের অধ্যাপক মো. মোতাহার হোসেন (বেগম সুফিয়া কামাল হল), সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ (শেখ হাসিনা হল), ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান (ফজিলাতুন্নেসা হল), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ (শহীদ রফিক-জব্বার হল),  আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী (বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল), মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আলী আজম তালুকদার (শহীদ সালাম-বরকত হল),  কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগুল কৃষ্ণ দাস (জাহানারা ইমাম হল), মার্কেটিং বিভাগের নিগার সুলতানা (নওয়াব ফয়জুন্নেসা হল)।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসনে বলেন, আমি বিষয়টি শুনেছি, বিস্তারিত বলতে পারব না।

অন্যদিকে এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ফোন করা হলেও তিনি ধরেননি।