কোটা সংস্কার আন্দোলনেকারীদের বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর জাতীয় সংসদে দেয়া বক্তব্য তিনদিনের মধ্যে প্রত্যাহার করা না হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক বিক্ষোভ সমাবেশে এই হুমকি দেয়া হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক খান মুনতাসির আরমান বলেন, দেশের লাখ লাখ সাধারণ শিক্ষার্থীকে ‘রাজাকারের বাচ্চা’বলে গালি দিয়ে উনি মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন। আগামী তিন দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘পরিষ্কার বলতে চাই- মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেব। তবে ছাত্রদের প্রতি আমাদের কোনো রাগ নেই। মতলবাজ, জামায়াত-শিবির ও তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।’
এদিকে সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলায় প্রক্টরসহ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাবি শিক্ষক সমিতি।
মঙ্গলবার সভাপতি অধ্যাপক নূরুল আলম ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
হামলায় আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ৫৬ শতাংশ কোটা জাতির জন্য লজ্জার।