বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তিনি জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নেন ও তার পাশে সময় কাটান। এ সময় জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক ও মেয়ে ইয়েশিম ইকবাল সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী প্রায় এক ঘণ্টা হাসপাতালে ছিলেন। অধ্যাপক জাফর ইকবালের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তিনি। এ সময় তার সুস্থতার জন্য যা যা প্রয়োজন সব কিছু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম বলেছিলেন, প্রধানমন্ত্রী দুপুরের দিকে আসতে পারেন বলে আমাদের জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেলে শাবির ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যাল চলাকালে হামলার শিকার হন অধ্যপক জাফর ইকবাল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তার পিছনেই দাঁড়িয়ে ছিলেন। আর তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন হামলাকারী যুবক। পরে ফয়জুর রহমান নামে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা।
ঘটনার পরপরই আহতাবস্থায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় চারটি আঘাত এবং বাঁ হাত ও পিঠে ছুরিকাঘাতের জখম পেয়েছেন চিকিৎসকরা। শনিবার রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এনে ভর্তি করা হয়।