এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি কানাডায় অবস্থান করবেন। কানাডায় অবস্থানরত অসুস্থ মেয়েকে দেখতে প্রধান বিচারপতি সেখানে যাবেন। ১০ সেপ্টেম্বর বা এর কাছাকাছি সময়ে প্রধান বিচারপতি ঢাকা ত্যাগ করতে পারেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com