জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট।
সোমবার (২ আগস্ট) স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে দেশটির নারিতা বিমানবন্দর থেকে রওনা দেয়। মঙ্গলবার (৩ আগস্ট) টিকা নিয়ে আসা ওই ফ্লাইট ঢাকায় পৌঁছানোর কথা।
জাপানে বাংলাদেশ দূতাবাসের একটি ফেসবুক পোস্টে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে জাপান ৩০ লাখ ডোজ টিকা পাঠাবে।
এরমধ্যে প্রথম দুই চালানে ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ টিকা পাঠায় দেশটি। তৃতীয় চালানের টিকা পৌঁছালে জাপান থেকে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com