কোপা আমেরিকার ২০১৯ সালের আসরটি অনুষ্ঠিত হবে ব্রাজিলে। এতে দুটি নতুন দল অংশ নেবে। তবে দল দুটি উত্তর বা দক্ষিণ আমেরিকার নয় এশিয়ার। নতুন দল দুটি জাপান এবং কাতার। যদিও জাপান এর আগে একবার কোপা আমেরিকা খেলেছে। তবে কাতারের জন্য এটাই প্রথম কোপা আমেরিকা।
তবে ১৯৯৩ সালের পর এই প্রথম উত্তর আমেরিকার কোন দল কোপা আমেরিকায় থাকছে না। এর আগে কোপা আমেরিকার ২০১৯ আসরে ১৬ দল করার চিন্তা করেছিল দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন। সেজন্য স্পেন এবং পর্তুগালের সঙ্গে আলাপও করেছে কতৃপক্ষ। তবে তারা থাকছে না।
২০২২ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে কাতার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরপরই কাতার বিশ্বকাপের বাঁশি বেজে যাবে। আর সে লক্ষ্যেই হয়েতো দেশটিকে প্রথমবার কোপা আমেরিকায় যোগ করা হয়েছে। তবে জাপান এর আগে ১৯৯৯ সালে কোপা আমেরিকা খেলেছে।
২০১৯ সালের কোপা আমেরিকা চলবে ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত। শেষ দুই কোপা চ্যাম্পিয়ন চিলি। দু'বারই (২০১৫ ও ২০১৬ সালে) ফাইনালে তারা আর্জেন্টিনাকে পেনাল্টিতে হারিয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com