জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেলেন অতিরিক্ত বরগুনার জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস!

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরগুনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস পেলেন জাতীয় শুদ্ধাচার পুরষ্কার। ২৭ জুলাই তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy) বাস্তবায়ন নীতিমালার আলোকে বরগুনা জেলার জেলা পর্যায়ে এ পুরষ্কারে ভূষিত হন।

বরগুনা জেলা প্রশাসনের কার্যালয়ে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ও বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন।

 

উল্লেখ্য, এর আগে শুভ্রা দাস বিভিন্ন উপজেলায় বেশ সুনামের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে এর সহধর্মিনী।