জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপি’র প্রস্তুতি সভা

লেখক:
প্রকাশ: ৪ years ago

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উদযাপন করবে বরিশাল জেলা ও মহানগর বিএনপি। তাই দিবসটি পালনে গতকাল বুুধবার প্রস্তুতি সভা করেছে বরিশাল মহানগর বিএনপি।

নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, রফিক আহমেদ রুনু, ফিরোজ আহমেদ, সৈয়দ হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত কর্মসূচি গ্রহণ করা হয়।

ওই দিন সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ কর্মসূূচিতে বৃহৎ পরিসরে আয়োজনের লক্ষ্যে বিএনপি’র মহানগর এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরোয়ার।