জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি একটি আস্থার সংগঠন। এ সংগঠনের প্রতি সবারই আস্থা রাখতে পারে। তাই তো দেশের সচেতন মানুষ ও রাজনীতিবীদদের জন্য এ দলের রাস্তা সার্বক্ষণিক খোলা। জাতীয় পার্টি একটি সুসংগঠিত দলে পরিণত হয়েছে। দেশের সাধারণ মানুষ এ দলের প্রতি আজ আস্থা পাচ্ছে।
সোমবার এরশাদের রংপুর নগরীর পল্লী নিবাস বাসভবনে মহানগর জাসদের যুগ্ম সম্পাদক, রংপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও রংপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মাসুদ নবী মুন্না ও রংপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোখলেছুর রহমান তরুর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় এরশাদের হাতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জেলা জাপার সভাপতি মসিউর রহমান রাঙ্গা, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তাফা, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখর-উজ-জামান জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।