সোহেল আহমেদ: জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ হিংসা বিদ্ধেষের রাজনিতী পছন্দ করেন না। বিভিন্ন দলের নানা অত্যাচারে অতিষ্ট হয়েও নেতাকর্মীদের বরাবরই ধৈর্য ধারনের পরামর্শ দিয়ে থাকেন। আমার নেতার একটাই কথা, আমরা কোনো বিশৃংখল রাজনিতী করবনা। সকলের প্রতি সোহার্দপুর্ণ আচরণ করে গনমানুষের অন্তরে জায়গা নিতে হবে। চেয়ারম্যান এর এই অবস্থান নিয়ে জাতীয় পার্টিকে কারো দুর্বল ভাবার কারোণ নেই বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী ইকবাল হোসেন তাপস।
গতকাল শুক্রবার নিজ শহর বরিশালে অবস্থান করে বিপুল নেতাকর্মী সহ ডা:করিমের জাপায় যোগদান অনুষ্টানে তিনি এ মন্তব্য করেন। দলের পার্টি অফিসে আয়োজিত অনুষ্ঠানে ইকবাল হোসেন তাপসের হাতে ফুল দিয়ে ডা:করিম জাপায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় জাপার বরিশাল জেলার অাহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এর সভাপতিত্বে জাপা নেতা ননী গোপাল সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।