জাতীয় ক্রিকেট লিগ:বরিশালের আশরাফুলের ব্যাটে রান

:
: ৩ years ago

বরিশালে জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনে স্বাগতিক দল অলআউট হয়ে গেছে ২৪১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল।

দিনের শুরু থেকেই ঢাকা মেট্রোর বোলাররা চাপে রেখেছিল স্বাগতিকদের। একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বরিশাল। একপ্রান্ত ধীরগতির ব্যাটিং করছিলেন আশরাফুল।

কিন্তু হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে তিনিও সাজঘরে ফিরে যান। ১৩৪ বলে ৬ বাউন্ডারিতে ৪৮ রান করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। শেষ দিকে সোহাগ গাজীর ৪৫ ও আবু সায়েমের ৪৬ রানে বরিশাল আড়াইশর কাছাকাছি যেতে পেরেছে। ৭৬ ওভারে তারা অলআউট হয়েছে ২৪১ রানে।

জবাবে প্রথম দিন শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ এক উইকেটে ২৯ রান। ৭ রানে আউট হয়েছেন আনিসুল ইসলাম। জাহিদুজ্জামান খান ১০ এবং শামসুর রহমান শুভ ১২ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর
বরিশাল বিভাগ : ৭৬ ওভারে ২৪১/১০ (মইনুল ৪, মোহাম্মদ আশরাফুল ৪৮, ফজলে রাব্বি ১০, সৈকত আলী ৩৬, সোহাগ গাজী ৪৫, আবু সায়েম ৪৬, কামরুল ইসলাম রাব্বি ১০*; শহিদুল ১/২৪, আবু হায়দার রনি ৩/৩৪, আরাফাত সানি ২/৫৯, রাকিবুল হাসান ৩/৭৬, আমিনুল ইসলাম বিপ্লব ১/৩৭)

ঢাকা মেট্রো : ১২ ওভারে ২৯/১ (আনিসুল ইসলাম ৭, জাহিদুজ্জামান খান ১০*, শামসুর রহমান শুভ ১২*; মনির ১/৯)