দেশব্যাপী চলছে জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা- আমান সিম সাওতুল কোরআন-এর প্রতিভাবান ক্বারীদের খুঁজে বের করার প্রাথমিক প্রয়াস “অডিশন রাউন্ড”। দেশের মোট ১১টি জোনের মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বগুড়া জোনের বাছাইপর্ব ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশাল জোনের প্রতিযোগিতায় ‘ইয়েস কাডর্’ পেয়েছে ৫ জন প্রতিভাবান ক্বারী। আসছে রমজানে এস এ টিভির পর্দায় অনুষ্ঠিত হবে জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা আমান সিম সাওতুল কোরআন- সিজন-৪, ২০১৯।
আজ শুক্রবার (১৫ মার্চ) দিনব্যাপী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে প্রজাপতি মিডিয়া আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ নাম্বার ৫ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেছেন বিচারক ।
ইয়েসকার্ড প্রাপ্তরা হলো- ডিগ্রীর চর ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী তরিকুল ইলাম, রওজাতুল উলুম মাদরাসার মো. আবু সালেহ, খিদমাতুল মাদীনা মাদরাসার হাসানুল বান্নাহ ও খালেদ সাইফুল্লাহ এবং বরিশাল সদর গার্লস স্কুলের হুমায়রা আক্তার।
বরিশাল জোনের এ অডিশন রাউন্ডে বিচারক ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক হাফেজমো. আতিকুল্লাহ এবং সাওতুল কোরআন সিজন-১ এর চ্যাম্পিয়ন ক্বারী আশিক মুস্তাভী।
প্রতিযোগিতা পরবর্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম. জাকির হোসেন, সরকারি সৈয়দ হাতেরম আলী কলেজের ভূগোল বিভাগের চেয়ারম্যান এইচ.এম. বাহাউদ্দীন, গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক ড. মাহফুজুর রহমান এবং আমান সিমেন্টের বরিশালের ব্যবস্থাপক মো. খোকন হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রজাপতি মিডিয়া লিমিটেডের সহকারী পরিচালক অপু চন্দ্র সরকার। বিকেলে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ইয়েসকার্ড তুলে দেন।
পরে সাওতুল কোরআন অনুষ্ঠানের প্রযোজনা প্রতিষ্ঠান প্রজাপতি মিডিয়া এবং টাইটেল স্পন্সর আমান সিমের কর্মকর্তাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠানের মানোন্নয়ন ও প্রচার-প্রসার বৃদ্ধি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা । এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর জন্য ঢাকা টুরিস্ট এর সৌজন্যে কক্সবাজার ভ্রমণ এবং অংশগ্রহণকারী সব ক্বারীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com