জাতীয় দলের অনুশীলনের সময় ফ্লাডলাইটে আগুন!

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

এশিয়া কাপ সামনে রেখে ১৩ আগস্ট, রোববার শেরে বাংলায় শুরু জাতীয় দলের অনুশীলন বৃষ্টির বাঁধায় বিঘ্নিত হয়েছে। অব্যাহত বৃষ্টিতে খোলা আকাশের নিচে কোনোরকম প্র্যাকটিস হয়নি। দুপুর আড়াইটা থেকে হোম অব ক্রিকেটে মিডিয়াকে বাইরে রেখে রুদ্ধদ্বার প্র্যাকটিস সেশন থাকলেও বৃষ্টির কারণে হয়নি।

এদিকে আজও একই সময়ে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলন বিঘ্নিত হয়েছে। অবশ্য সোমবার আর বৃষ্টি এসে হানা দেয়নি জাতীয় দলের প্র্যাকটিসে। এদিন শেরে বাংলায় টাইগারদের অনুশীলনে বাঁধা হয়ে দাড়িয়েছে ‘আগুন।’ ফ্লাডলাইটের বাল্বে আগুন লাগায় প্র্যাকটিস বন্ধ হয়ে যায়।

 

দুপুর গড়িয়ে বিকেল নামার পর ম্যাচের আবহাওয়ায় শেরে বাংলার সেন্টার উইকেটে ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম।

এদের ব্যাটিংয়ের সময় হঠাৎই ফ্লাডলাইটের এক টাওয়ারের বাল্বে আগুন জ্বলে ওঠে। তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের সবকটা টাওয়ারের সব আলো নিভিয়ে সে আগুন নেভানোর উদ্যোগ নেয়া হয়। তা সফলও হয়।

অন্যসব টাওয়ারের সবকটা আলো নিভিয়ে ফেলার পর আর আগুন জ্বলেনি। আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্রিকেটারদের প্র্যাকটিস বন্ধ থাকবে। ১৬ আগস্ট আবার অনুশীলন মাঠে গড়াবে।