কাশ্মীর ইস্যুতে শাহিদ আফ্রিদিকে কটাক্ষ করলেন রাজনীতিতে পা দেওয়া প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অল রাউন্ডার শাহিদ আফ্রিদি কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে একটি ট্যুইট করেন। তারই পালটা ট্যুইট করে আফ্রিদির জবাব দেন গম্ভীর।
ভারতের রাজ্যসভায় সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা খারিজ করার প্রস্তাব পেশ করার কিছু পরেই প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি ট্যুইট করেন।
তিনি বলেন, ‘‘জাতিসংঘ কেন ঘুমিয়ে আছে? কোনও রকম প্ররোচনা ছাড়াই কাশ্মীরে হিংসা ছড়ানো হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কাশ্মীরবাসীরও স্বাধীনতার অধিকার আছে।’’
এরই উত্তরে গৌতম গম্ভীর পালটা ট্যুইট করেন। তিনি বলেন, ‘’আফ্রিদি একদমই ঠিক বলেছেন। কোনও রকম প্ররোচনা ছাড়া হিংসা এবং মানবাধিকার লঙ্ঘন অবশ্যই হচ্ছে, কিন্তু তা পাক-অধিকৃত কাশ্মীরে। চিন্তা করো না, সেই সমস্যা আমরা অচিরেই মেটাবো মেটাব।’’