জাতিসংঘের হেডকোয়াটার্স যাচ্ছেন বরিশাল-৫ আসনের জেবুন্নেছা আফরোজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ইউএন হেডকোয়াটার্স ইউএসএতে আয়োজিত আন্তসরকার সন্মেলনে যোদানের উদেশ্যে আজ রোববার রাতে ঢাকা ত্যাগ করছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। তার ৮ দিনের রাষ্ট্রিয় সফরে সাথে থাকছেন আরো দুই সংসদ সদস্য।

তারা হলেন মোঃ ইশ্রাফিল আলম ও রোকসানা ইয়াসমিন ছুটি। একই সাথে জাতীয় সংসদের বিভিন্ন দপ্তরের সচিবরাও ওই সফরে থাকবেন। সম্মেলনে যোগদিতে এই প্রতিনিধি দল আজ রোববার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএসএ এর উদেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ইউএন হেডকোয়াটার্স ইউএসএতে আগামী ২১ থেকে ২৩ ফেব্রুয়ারী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ প্রতিনিধি দল বাংলাদেশ নিয়ে গুরুত্বপূণ বক্তব্য রাখবেন। তারা বাংলাদেশে আসবেন ২৬ ফেব্রুয়ারী।

এ সম্মেলনে যোগদিতে গত ১২ ফেব্রুরারী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় সংদস্য সদস্যদের নিয়ে গঠিত ৩ সদস্যের উক্ত টিমকে মনোনিত করে। সম্মেলনে সারা বিশ্বের আধিবাসীদের নিয়ে আলোচনা করা হবে বলে জানাগেছে।