জলবায়ু-জ্বালানিতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় জার্মানি

লেখক:
প্রকাশ: ৩ years ago

জলবায়ু ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। বাংলাদেশে নবনিযুক্ত জার্মান হাইকমিশনার অচিম ট্রয়েস্টার এ কথা জানান।

রোববার (১৭ অক্টোবর) সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, হাইকমিশনার বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কোভিড-১৯ পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করার পদ্ধতির প্রশংসা করেন।

হাইকমিশনার বলেন, অন্যান্য দেশের চেয়ে তুলনামূলকভাবে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার খুবই কম।

এসময় প্রধানমন্ত্রী তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন জার্মানির হাইকমিশনারকে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জার্মানির সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।