অভ্যুত্থান চেষ্টার অভিযোগে গৃহবন্দি করা হয়েছে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সৎভাই ও সাবেক যুবরাজ প্রিন্স হামজাহ বিন আল হুসেইনকে। শনিবার এক ভিডিও বার্তায় প্রিন্স এ তথ্য জানিয়েছেন।
অবশ্য দেশটির সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, জর্ডানের ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা লক্ষ্য করে ব্যবহার করা হচ্ছে এমন কিছু আন্দোলন ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে প্রিন্সকে।’
রেকর্ড করা ভিডিওতে প্রিন্স হামজা বলেছেন, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে এবং বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে ও কারো সঙ্গে যোগাযোগে নিষেধ করা হয়েছে।
প্রিন্স দাবি করেছেন, তিনি কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত নন। তবে তিনি বিদ্যমান শাসন ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘শাসন ব্যবস্থায় জর্ডানিদের কল্যাণকে দ্বিতীয় হিসেবে রাখা হয়েছে, আগে রাখা হয়েছে ব্যক্তিগত স্বার্থ ও আর্থিক স্বার্থকে, এখানে বসবাসরত এক কোটি মানুষের জীবন, মর্যাদা ও ভবিষ্যতের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্নীতিকে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com