বরিশাল জেলা প্রশাসন পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের জন্য ৪৮ শতাংশ জমি বরাদ্ধ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক হাজার এক টাকা প্রতিকী মূল্যে প্রধানমন্ত্রী এ জমি বরাদ্ধ দেন। এতে করে এ শিক্ষা প্রতিষ্ঠানটি আরো গতিশীল হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।
নগরীর বান্দ রোডে পাবলিক লাইবারীর পাশে এ অর্দশ স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠিত হবে। বর্তমানে বরিশাল জিলা স্কুলের কলেজ ভবনের নিচতলায় এ শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্কুলে নার্সারী ও প্রথম শ্রেনী পর্যন্ত বাংলা ও ইংরেজী মাধ্যমে পাঠদান করা হচ্ছে। ২০১৭ সাল পর্যন্ত স্কুলটি ৫ম শ্রেনী পর্যন্ত পাঠদান কার্যক্রম চললেও এবছর থেকে ৭ম ও ৮ম শ্রেনীতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
এছাড়া আগামী ১ জুলাই থেকে একদশ ও দ্বাদশ শ্রেনী পর্যন্ত পাঠদান করানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জানা গেছে, বরিশাল নগরী ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য এ শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। জাতীয় শিক্ষা পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে এখানে। জাতীয় ও আন্তর্জাতিকমানের পাঠদান পদ্ধতি অনুসরন করছে বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে। শিশুদের ইংরেজী ভাষায় দক্ষ ও সৃজনশীল শিক্ষা গ্রহনে গুরুত্ব দেয়া হচ্ছে এখানে।
এ ব্যাপারে স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের জন্য জমি বরাদ্ধ দিয়েছেন। এক হাজার এক টাকা প্রতিকী মূল্যে প্রধানমন্ত্রী এ জমি বরাদ্ধ দিয়েছেন। যা বরিশালবাসী ও সংশ্লিস্টদের খুবই আনন্দের। এ প্রতিষ্ঠানটি হবে বরিশালের আদর্শ শিক্ষা প্রতিষ্টান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com