কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি লিখে না দেওয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গত ১০ আগস্ট ঘটনাটি ঘটে। পরে রজব আলী নামের ওই বাবা আইনের সহায়তা পেতে দুই ছেলের নামে নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী রজব আলীর বাড়ি উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে।
শনিবার (১২ আগস্ট) নাগেশ্বরী থানায় দুই ছেলের নামে অভিযোগ দেন রজব আলী।
অভিযোগে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে দুই ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম জমি লিখে দেওয়ার জন্য তাদের বাবা রজব আলীকে চাপ দিচ্ছিলেন। কিন্তু জমি লিখে না দেওয়ার কারণে সন্তানরা রজব আলীকে নির্যাতন করে গত ১০ আগস্ট বাড়ি থেকে বের করে দেয়। আজ শনিবার থানায় এসে অভিযোগ করেন রজব আলী।
স্থানীয় বাসিন্দারা জানায়, জমি লিখে না দেওয়ায় ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম মিলে বৃদ্ধ রজব আলীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়।
বিষষটি জানা নেই জানিয়ে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, আমাকে কেউ ঘটনাটি জানায়নি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com