জবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন উপাচার্য

লেখক:
প্রকাশ: ৩ years ago

অমৃত রায়,জবি প্রতিনিধি:: তরুণ কবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম রাজের কাব্যগ্রন্থ “রৌরব নগরী”র মোড়ক উন্মোচন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। মঙ্গলবার দুপুর ১:৩০ মিনিটে উপাচার্যের নিজ কার্যালয়ে উক্ত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ নবীন এই কবির কাব্যগ্রন্থের শুভ কামনা জানান। এছাড়াও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় যাবার পরামর্শ দেন।
কবি নাঈম রাজ বলেন, প্রিয় উপাচার্য স্যার আমার গ্রন্থের মোড়ক উন্মোচন করায় আমি আনন্দিত। আপনারা আমার পাশে থাকবেন।
উল্লেখ্য, জাতীয় সাহিত্য প্রকাশ কর্তৃক প্রকাশিত কাব্যগ্রন্থ “রৌরব নগরী” পাওয়া যাচ্ছে বইমেলার ৪৯৫-৪৯৭ নং স্টলে। এছাড়াও দেশ-বিদেশের যেকোনো প্রান্ত হতে রকমারি ডট কমে অর্ডার করে সংগ্রহ করা যাবে বইটি।