জবি টিএসসিতে বসন্তের বাতাবরণ

:
: ৩ years ago

অমৃত রায়,জবি প্রতিবেদক:: পাতাঝরা বসন্তের লালচে বর্ণিল রূপ নিয়ে জবির দুয়ারে বসবন্ত দাঁড়িয়ে । করোনার পরাকাষ্ঠা পেরিয়ে বাংলাদেশে যেমন বসন্ত এসেছে লাল হলুদ ফুল নিয়ে তেমনি পাতাঝরা এই বসন্তের এক বৈচিত্র্যময় রুপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। নামে ডাকা টিএসসি কলা পাউরুটি আর সিঙ্গাড়া সমুচা খেয়ে যেখানে শিক্ষার্থীদের আড্ডা জমে যায় হৈ-হুল্লোড়ে।

বসন্তের বাতাবরণে সেখানে পাতা হারিয়ে আজ নতুন পাতার উদ্যান তৈরিতে গাছগুলোর যেন এক বিচিত্র রূপ। ছোট্ট ক্যাম্পাসেও যেন ছায়াঘন এক রুপে শিক্ষার্থীদের পড়াশোনার মনোরম পরিবেশের পাশাপাশি টিএসসিতে আড্ডা দেওয়ার জন্য গাছগুলোরও বেশ মায়া।

জবি ক্যাম্পাসের ভেতরে প্রাঙ্গণে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য যেরকম মাতোয়ারা হয়ে থাকে সকাল বেলাটা তেমনি সকালবেলা টিএসসিতে যেন সূর্যের আলো মাটি ছুঁয়ে আর অপেক্ষা করে না। ধরায় বসন্তকে পরিপূর্ণরূপে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রাঙ্গণ ও টিএসসির এ রুপ বলে দেয় প্রাকৃতিক পরিবর্তন যতই হোক না কেন আমরা বৈচিত্র্যকে ঠিকই ধরে রেখেছি।