অমৃত রায়, জবি প্রতিনিধি : করোনাকালীন সময়ে ঢাকায় আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌছে দেওয়ার দায়িত্ব নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবেদন করা যাবে আগামীকাল ১৩ জুলাই দুপুর ২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাওয়ার আগ্রহী শিক্ষার্থীদের সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব ড. মোস্তফা কামাল মুঠোফোনে জানান, সর্বশেষ তথ্য মতে ১৭০০ এর বেশি আবেদন জমা পড়েছে। বাস কবে নাগাদ ছাড়বে সে তিনি বলেন, আমরা সরকারের অনুমতির জন্য অপেক্ষা করতেছি করোনাকালীন সময়ে সরকার অনুমতি না দিলে বাস চালানো সম্ভব না। তবে আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের আটকেপড়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার আমদের অনুমতি দিবে। কোথা থেকে বাস ছাড়া হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পাস থেকেই বাস ছাড়া হবে পথে আর লোক উঠানোর সুযোগ থাকবে না, সেক্ষেত্রে শিক্ষার্থীদের আইডি কার্ড অবশ্যই সাথে নিয়ে আসতে হবে যারা আইডি কার্ড পায়নি তারা ভর্তির সময়ের ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ সাথে আসবে। কোন বাসে কে কে যাচ্ছে উঠা এবং নামার সময়ে সময় উল্লেখ করে স্বাক্ষর নেওয়া হবে এবং কোথায় নামতেছে সেটাও লিপিবদ্ধ করে রাখা হবে। আর এগুলোর ডাটা এন্ট্রির কাজ চলমান আছে যারা আবেন করেছে তা যাচাই বাছাই করে বাসে সিট দেওয়া হবে। যারা মাস্টার্স পাশ করে গেছেন তারা এই সুবিধা পাবেন না। এ জন্য রেজিস্ট্রার দপ্তর থেকে ভালো ভাবে শিক্ষার্থীদের তথ্য যাচাই করা হচ্ছে।
উল্লেখ গত ৮ জুলাই বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এবং ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকি স্বাক্ষরিত এক নোটিশে উল্লেখ করা হয় ঢাকায় আটকে পড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ঈদে বাড়ি যেতে ইচ্ছুক তাদেরকে স্বহস্তে প্রক্টর/ পরিচালক বরাবর নাম, ব্যাচ, আইডি নম্বর, ডিপার্টমেন্ট উল্লেখ করে আবেদন করতে বলা হয়েছে তবে কেউ সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে নিজ বিভাগের চেয়ারম্যানের নিকট ইমেইলে সফটকপির মাধ্যমে আবেদন করতে পারবে।
আবেদন শেষ হচ্ছে আগামীকাল ১৩ জুলাই দুপুর ২টায়।