জবির বাসে আটকে পড়া শিক্ষার্থীরা বাড়ি ফিরবে শনিবার থেকে

লেখক:
প্রকাশ: ৪ years ago

অমৃত রায়, জবি প্রতিনিধি:: স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ জুলাই শনিবার থেকে শিক্ষার্থীদের নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ও ভাড়া করা বিআরটিসির দূরপাল্লার বাস শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার কাজ করবে।
 
পরিবহন প্রশাসক জানান, “আমাদের ১৫টি গাড়িসহ ১৮টি গাড়ি চলবে শনিবার থেকে। প্রয়োজনে আরও বিআরটিসি বাস ভাড়া করা হবে।”
 
বিশ্ববিদ্যালয়ে প্রশাসক থেকে জানানো হয়েছে, “স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার সকাল আটটায় ক্যাম্পাস থেকে রাজশাহী, রংপুর ও সিলেটের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে, পরেরদিন রবিবার খুলনা ও বরিশাল এবং সোমবার চট্টগ্রাম ও ময়মনসিংহে যাবে। তবে বাসে উঠার ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। শরীরে জ্বর থাকলে যেতে পারবে না কোন শিক্ষার্থী। বিশেষ মেডিকেল টিম শরীরের তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষার্থীদের বাসে উঠানো হবে রাস্তা থেকে আর কাউকে উঠানো হবে না। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সাথে রাখতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”