অমৃত রায়, জবি প্রতিনিধি:: পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আবেদন করা ৬৫২৬ জনের প্রাতিষ্ঠানিক ই-মেইলের কাজ সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন নেটওয়ার্কিং এবং আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য।
তিনি বলেন, ২০১৬-১৭ সেশন থেকে ২০১৯-২০ সেশন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য দিয়ে যারা আবেদন করেছিল তাদের প্রায় সবার ই-মেইল সম্পন্ন করে মেসেজ পাঠানো হয়েছে। সর্বশেষ আজ পর্যন্ত পাঁচ ধাপে ৬৫২৬ জন শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক মেইল সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা ৫৭৬৮ জন ও ম্যানুয়ালীতে আবেদন করা ৭৫৮ জন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক উজ্জ্বল কুমার আচার্য আরও জানান, প্রথম ধাপে ৪১৪৪, দ্বিতীয় ধাপে ১২৪০, তৃতীয় ধাপে ১৮৯, চতুর্থ ধাপে ৬১৪ ও সর্বশেষ পঞ্চম ধাপে ৩৩৯ জনের মেইলের কাজ শেষ হয়েছে। মেইল সম্পন্ন হওয়া সবার ফোন নাম্বারে মেসেজ বার্তা দিয়ে ইমেইল আড্রেস ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তবে ম্যানুয়ালীতে আবেদন করা কয়েকজনের হার্ডকপি মাত্র পেলাম। সেগুলোর প্রসেসিং চলছে। এক দুইদিনের মধ্যে শেষ হয়ে যাবে।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আইডি ও ফোন নাম্বার ঠিক থাকলে সবার ই-মেইল দ্রুত দেওয়া যাবে। তাই যারা এখনো আবেদন করেনি তারা পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আবেদন করলে আমরা ই-মেইলের কাজ সম্পন্ন করে দিব। এসময় তিনি আবেদনের সময় শিক্ষার্থীদের নির্ভুল ফোন নাম্বার ও আইডি নাম্বার দিতে অনুরোধ জানান।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক এই ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহজেই উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে পারবে। বিভিন্ন জার্নাল, গবেষণাপত্র পড়া সহ গুগল ড্রাইভ ব্যবহারে ১০০ জিবির মতো স্পেস পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে সকল শিক্ষার্থীকে একসাথে কোন নোটিশ বা যোগাযোগের জন্য বার্তা পাঠাতে পারবে।