প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২১, ১:১৮ পূর্বাহ্ণ
জবির নতুন কার্টোগ্রাফি ল্যাব উদ্বোদন
অমৃত রায়,জবি প্রতিনিধি:: ২৯ জুন , রোজ সোমবার,২০২১ ভূগোল ও পরিবেশ বিভাগের কার্টোগ্রাফি ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক , ট্রেজারার প্রফেসর ড. কামাল উদ্দিন , প্রক্টর ড. মোস্তফা কামাল ,ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুল কাদের এবং বিভাগের অন্যান্য সম্মানীয় শিক্ষকবৃন্দ। বেলা ১২.৪৪ এ সাস্থ্য বিধি মেনে নতুন কার্টোগ্রাফী উদ্ভোধন করেন মাননীয় উপাচার্য। এরপর এক আলোচনাসভায় তিনি বক্তব্য রাখেন । উপস্থাপক হিসেবে ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক জনাব মো: মহিউদ্দিন। আলোচনার এক পর্যায়ে মাননীয় উপাচর্য বলেন, বিভাগের আরো উন্নয়ন কাজে সাহায্য করবেন তিনি। গবেষণার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের ব্যবস্থা করার অাশ্বাস রাখেন তিনি। পাশাপাশি সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের এক জোট হয়ে কাজ করার আহ্বান জানান।
ভূগোল ও পরিবেশ বিভাগের কার্টোগ্রাফি ল্যাব এর সফলতা কামনা করে এ অনুষ্ঠানের সমাপনী করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com