প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২১, ৯:৫৫ অপরাহ্ণ
জবির ঝালকাঠি জেলা ছাত্রকল্যাণের সভাপতি সাব্বির ও সম্পাদক ডেবিড

অমৃত রায়,জবি প্রতিনিধি:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ঝালকাঠি জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ পরিষদ' এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি জুনায়েদ সাব্বির এবং সাধারণ সম্পাদক নওশের বিন আলম ডেভিডকে নির্বাচিত করা হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) সংগঠন সূত্রে এসব তথ্য জানা যায়। ঝালকাঠি জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান জুয়েল সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ঝালকাঠি জেলা কল্যাণের সদ্য সাবেক সভাপতি শুভ চন্দ্র বালা এবং ঝালকাঠি জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শরিফুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে জুনায়েদ সাব্বির বলেন, কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আমাকে এই সংগঠনের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। আমি শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যেকোনো সহযোগিতায় সর্বদা নিয়োজিত থাকবো। আমাদের এই সংগঠনটিকে বহুদূর নিয়ে যেতে আমিও সবার সহযোগিতা চাই।
নব-নির্বাচিত সাধরণ সম্পাদক নওশের বিন আলম ডেভিড বলেন, আমি আশাবাদী সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের ঝালকাঠি জেলা পরিবারই হবে সবচেয়ে বেশি সুসংবদ্ধ একটি পরিবার। মিলেমিশে, সুখে-দুঃখে সবার সাথে সবার এই সম্পর্কই অটুট থাকবে। সৃষ্টিকর্তার অশেষ কৃপা, সকলের দোয়া ও ভালোবাসায় এই পরিবারকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com