প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২১, ৮:৫৮ অপরাহ্ণ
জবি’র ছাত্রী হলের প্রোভোস্টের দায়িত্ব পেলেন ড. শামীমা বেগম
অমৃত রায় , জবি প্রতিনিধি:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রোভোস্ট হিসেবে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগম নিয়োগ দেওয়া হয়, আজ ৪ই মার্চ, ২০২১ এক অফিস আদেশের মাধ্যমে তাকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়। এ আদেশ ৪ মার্চ ২০২১ থেকে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি পাবেন। আজ ৪ মার্চ ২০২১ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়। দায়িত্ব পেয়ে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, উপাচার্য মহোদয়কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন, তিনি বলেন যে এ হল হবার পূর্বে মেয়েদের অনেক কস্টে থাকতে হত এখন আর সে সমস্যা হবে না বলে আশা ব্যক্ত করেছেন, তিনি আরো বলেন যে সকলের সহযোগিতায় তিনি এই হল কে আরো উন্নত কিভাবে করা যায় তা নিয়ে কাজ করবেন। যে যে কাজ গুলা এখনো বাকি আছে তা দ্রুত শেষ করা হবে ক্যাম্পাস খোলার সাথে সাথেই ছাত্রীদের হলে উঠানো হবে সকল প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি সর্বশেষ বলেন যে তার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন এ জন্য সকলের দোয়া ও একান্ত সহযোগিতা চেয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com