জবিতে ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম পূনর্মিলনী

:
: ১ বছর আগে

জাহিদুল হাসান,জবি প্রতিনিধি:: ধ্রুবতারার মতো পথপ্রদর্শক জিওগ্রাফি ও এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর অ্যালামনাইরা পথপ্রদর্শক হয়ে কাজ করছেন বিশ্ববিদ্যালয় তথা দেশের নানা ক্ষেত্রে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আজ ৫ মে ২০২৩ তারিখে।
অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক,  বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামােল উদ্দিন আহমদ ও ভূগোল ও পরিবেশ বিভাগের চ্যেয়ারম্যান অধ্যাপক ড. মোহম্মদ আব্দুল কাদের।
জিওগ্রাফি ও এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিউটন হাওলাদার তথা সহকারী প্রক্টর এর নেতৃত্বে  আজকের অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত,  পতাকা উত্তোলন ও শুভ উদ্ভোদন ঘোষণা করে বর্ণাঢ্য শোভাযাত্রা করে অতিথিদের অভ্যর্থনা, সম্মাননা প্রদান, ব্যাচ প্রতিনিধিদের স্মৃতিচারণ করে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে ধ্রুবতারা নামে প্রকাশিত হয় একটু স্মরণিকা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন,  এই অ্যালামনাই এসোসিয়েশনটি শিক্ষার্থীদের সাথে সেতুবন্ধন করে নানান কল্যানকর কার্যক্রম করে আসছে যা প্রশংসার দাবিদার।
তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন এ অ্যাসোসিয়েশন সৃজনশীল কার্যক্রম, গবেষণা ও দেশ বিদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক  প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখবে।
বিশেষ অতিথি অধ্যাপক ড.  কামাল উদ্দিন আহমদ বলেন, “অ্যাসোসিয়েশনটি প্রাক্তন শিক্ষার্থী,  বিভাগের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন। অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমন্ডিত হউক।”
এখানে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান  অধ্যাপক ড. মোহম্মদ আব্দুল কাদের, সভাপতি এবং সাধারণ সম্পাদক নিউটন হাওলাদার।
বিকেলে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সকলের একাত্ম আমোদে শেষ হয় আজকের অনুষ্ঠানটি।