বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠাতা প্রাত্তন মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংবাদপত্রে শহীদ আবদুর রব সেরনিয়াবাত শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮মার্চ) বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারক গ্রহন্থ প্রনয়ন কমিটির উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকুল আরিফিনের সভাপতিত্বে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের দৌহিত্র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রাজারার প্রফেসর ড. মোহাম্মাদ বদিউজ্জামান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাজমুল হোসেন আকাশ, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ সহ বরিশালের বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, সাংবাদিক নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থতি ছিলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারক গ্রহন্থ প্রনয়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. সাদেকুল আরিফিন জানান, বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এ দেশ স্বাধীন হয়েছিলো, বঙ্গবন্ধুর সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুর রব সেরনিয়াবাত, যিনি মাটি ও মানুষের নেতা ছিলেন। তার স্মরণেই সংবাদপত্রে শহীদ আবদুর রব সেরনিয়াবাত শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি তার নামে যেসকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পর্যায়ক্রমে সেকল প্রতিষ্ঠানগুলোতে এ প্রদর্শনী শুরু করা হবে কারন সেখানের শিক্ষার্থীরা জানুক যে কে এই আব্দুর রব সেরনিয়াবাত এবং দেশের জন্য তার অবদান কি ছিলো।
আব্দুর রব সেরনিয়াবাত ১৯২১ সালের ২৮ মার্চ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেছেন বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের। পাশাপাশি ব্যক্তি জীবনে তিনি একজন সাংবাদিক ও আইনজীবী ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সাথে তিনিও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। একই ঘটনায় মারা যায় তাঁর তিন সন্তান ও আদরের নাতি সুকান্ত আব্দুল্লাহ।