সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ কে সামনে রেখে বৃহস্পতিবার কম্বোডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। জয়সূচক একমাত্র গোলটি করেছেন রাইট উইঙ্গার মজিবর রহমান জনি।
অবশ্য ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর বেশ আধিপত্য বিস্তার করে খেলছিল কম্বোডিয়া। তবে ২৪ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে মজিবর রহমান জনি প্লেসিং শটে বল জালে জড়িয়ে এগিয়ে নেন দলকে।
এরপর গোল শোধ দিতে মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে কম্বোডিয়া। কিন্তু জালের নাগাল পায়নি তারা। শেষ পর্যন্ত জনির গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। ভারতে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামার আগে দারুণ এক জয় পায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই জয় নিঃসন্দেহে তার শিষ্যদের আত্মবিশ্বাস বাড়াবে।
আগামী ২১ জুন থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ‘সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’। এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী লেবানন, মালদ্বীপ ও ভুটান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com