জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে ১৩৬টি পদ খালি

লেখক:
প্রকাশ: ৬ years ago
জনস্বাস্থ্য প্রকৌশল অধিফতর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিফতরে দুই পদে মোট ১৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনুযায়ী হিসাব সহকারী পদে ৮ জন এবং ক্লার্ক কাম টাইপিস্ট পদে নেওয়া হবে ১২৮ জনকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর, মানিকগঞ্জ, নেত্রকোণা, শেরপুর,ফেনী রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, রাজশাহী, লালমনিরহাট, খুলনা, নড়াইল, মাগুরা, বরিশাল,পিরোজপুর,বরগুনা, ভোলা ও ঝালকাঠির প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

অধিদফতরের ওয়েবসাইটে www.dphe.gov.bd প্রবেশ করে আবেদন ফরম পূরণ করে ৩০ এপ্রিলের মধ্যে অধিদফতরের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনকারীর বয়স ২০১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ১৮ থেকে ৩০ এবং মুক্তিযোদ্ধা কোটা ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

Download : Circuler-1098-5adad354eb820.pdf