জনপ্রিয় অভিনয় শিল্পি জাকিয়া বারী মম’র জীবনের গল্প

:
: ৬ years ago

বর্তমান  সময়ের একজন জনপ্রিয় টিভি অভিনয় শিল্পি জাকিয়া বারী মম ।যিনি মম হিসাবে সবার কাছে পরিচিত । জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় যাত্রা শুরু হয় ২০০৭ সাল থেকে। তিনি তার অভিনয়ের মধ্যে দিয়ে হাজারো দর্শকের মন কেরেছেন । তিনি নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বিজ্ঞাপনে করে থাকেন, এছাড়া তিনি চলচিত্রে অভিনয় করেছেন।

প্রাথমিক জীবনঃ

তিনি ১৯৮৪ সালের ১৪ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার জন্ম গ্রহণ করেন । তার স্বামীর নাম এজাজ মুন্না । তার পিতার নাম মজিবুল বারী এবং মাতার নাম আয়েশা আক্তার । ছেলে উদ্ভাস । তিনি নাটক ও নাট্যতত্ত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স প্রথম শ্রেণিতে প্রথম হয়। জাকিয়া বারী মম জাতীয় চলচিত্র পুরষ্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

প্রথম টেলিভিশনে আবির্ভূত হন ১৯৯৫ সালে। তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় পুরুষ্কার লাভ করেন।  ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও কাজ করেন।

তার প্রথম সিনেমা থেকে দীর্ঘ বিরতি পর তিনি ২০১৪ সালে দ্বিতীয় ছবি প্রেম করবো তোমার সাথে অভিনয় করেন এবং একই বছরে অন্য আরকটি ব্লকবাস্টার সিনেমা ছুয়ে দিলাম মন  ছবিতে অভিনেতা আরেফিন শুভর সঙ্গে অভিনয করেন । মম ইতিমধ্যে তার অসাধারণ  অভিনয় দ্বারা শ্রোতাদের হৃদয় জয় করেছেন, সে দেশের সেরা নাটকীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি প্রায় ৭০ এর অধিক নাটকে অভিনয় করেছেন ।